নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার নওগাঁয় দ্বিতীয় আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলামুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. আলাউদ্দীন।

সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়কের আয়োজনে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নার্স ট্রেনিং ইন্সটিটিউট মিলনায়তনে গিয়ে শেষ হয় এবং পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরএমও ডা, মাহফুজুর রহমান, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমা কামরুন্নাহার, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহবুবুল আলম সিদ্দিক, ডা. আব্দুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা অদক্ষ দাই দ্বারা প্রসব করানো, বিলম্ব ও বাধাগ্রস্থ প্রসব, দারিদ্র, অপুষ্টি, অপ্রতুল স্বাস্থ্য সেবা, অল্প বয়সে বিয়ে, প্রসবজনিত ফিস্টুলার মূল কারণ বলে উল্লেখ করেন।
(বিএম/এএস/মে ২৯, ২০১৪)