গাইবান্ধা প্রতিনিধি : অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা পৌরসভার নির্বাচন বুধবার। এই ৩ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ১৯ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪৯ জন ও কাউন্সিলর পদে ১৩৮ প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন পৌরসভায় মোট ভোটার হচ্ছে ৮৬ হাজার ৫শ’ ২৯ জন ভোটার। এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। এরমধ্যে পুরুষ ভোটার ৪২ হাজার ৪শ’ ৭৪ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৫৫ জন বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে।

গাইবান্ধা পৌরসভা : এই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তারা হলেন বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী শামছুল আলম (মোবাইল ফোন), আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন (নৌকা), বিএনপির প্রার্থী শহিদুজ্জামান শহিদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আনওয়ার উল সারওয়ার সাহিব (রেল ইঞ্জিন), স্বতন্ত্র প্রার্থী সরদার রোকনুজ্জামান (চামুচ), জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী একেএম ফেরদৌস আলম (নারকেল গাছ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর ২০ জন ও কাউন্সিলর ৭২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাইবান্ধায় মোট ভোটার ৪৬ হাজার ৩শ’ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৬শ’ ৬১ ও নারী ভোটার ২৩ হাজার ৭শ’ ২০ জন।

গোবিন্দগঞ্জ পৌরসভা : গোবিন্দগঞ্জ পৌরসভায় ৪ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র আতাউর রহমান সরকার (নৌকা), বিএনপির প্রার্থী ফারুক আহমেদ (ধানের শীষ), জাতীয় পার্টি আখতার হোসেন জুয়েল (লাঙ্গল), ওয়ার্কার্স পার্টির আব্দুল মতিন মোল্লা (হাতুড়ি)। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৬ ও কাউন্সিলর ৩৬ জন। মোট ভোটার হচ্ছে ২৭ হাজার ৬শ’ ৪৪ জন। এরমধ্যে পুরুষ ১৩ হাজার ৬শ’ ১৮ ও নারী ভোটার ১৪ হাজার ২৬ জন।

সুন্দরগঞ্জ পৌরসভা : এই পৌরসভায় মেয়র পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা হলেন- আওয়ামী লীগ প্রার্থী আব্দুল্লাহ আল মামুন (নৌকা), বিএনপির প্রার্থী আজাদুল করিম নিপু (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান সরকার (লাঙ্গল), জাতীয় পার্টির জেপি প্রার্থী মশিয়ার রহমান (বাই সাইকেল), জাসদের প্রার্থী শাহাদত হোসেন (মশাল), আওয়ালী লীগের বিদ্রোহী প্রার্থী এটিএম মাসুদুল ইসলাম চঞ্চল (মোবাইল ফোন), স্বতন্ত্র প্রার্থী শাহিন আহমেদ সবুজ (জগ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেবাশীষ কুমার (চামচ)।

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৩ জন ও কাউন্সিলর ৩০ জন প্রার্থী। মোট ভোটার ১২ হাজার ৫শ’ ৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ১শ’ ৯৫ জন, নারী ভোটার ৬ হাজার ৩শ’ ৯ জন।

(আরআই/এএস/ডিসেম্বর ২৯, ২০১৫)