মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে প্রায় ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা সমবায় অফিসের পাশে ওই মাদক ধ্বংস করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন এনডিসি নূর-এ-আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, পরিদর্শক আসলাম আলী ম-ল, সদর থানা পুলিশের এএসআই উত্তম প্রমুখ।

চলতি বছরের বিভিন্ন সময়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে ৯ হাজার ৭৩৯ বোতল ফেনসিডিল, ২ হাজার ৬০৬ বোতল ভারতীয় মদ, ২০ লিটার দেশি মদ, ৬৭০ কেজি গাঁজা ও ২৪ গ্রাম হিরোইন আটক হয়। আটক মাদকের আনুমানিক মূল্য ৪ কোটি ৬৭ লাখ ৩৬ হাজার টাকা। এদিন পৌরসভার রোলার দিয়ে পিষে ও আগুনে পুড়িয়ে মাদকগুলো ধ্বংস করা হয়।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৯, ২০১৫)