দেবাশীষ বিশ্বাস(বালিয়াকান্দি)রাজবাড়ী :আজ ৩০ ডিসেম্বর ।সকাল ৮টা থেকে রাজবাড়ী জেলার তিনটি পৌরসভার ভোটগ্রহন শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিরতীহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। 

রাজবাড়ী জেলার ১৮টি কেন্দ্রে ১১১টি কক্ষে, গোয়ালন্দ পৌরসভার ৯টি কেন্দ্রে ৪৩টি কক্ষে এবং পাংশা পৌরভার ৯টি কেন্দ্রে ৫৮টি কক্ষে এই ভোট গ্রহন শুরু হয়েছে বলে জানিয়েছেন পৌরসভার দ্বায়িত্বে থাকা রিটানিং কর্মকর্তারা।

আজকের অনুষ্ঠিত নির্বাচনে রাজবাড়ী পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতিক নিয়ে মহম্মদ আলী, সাবেক বিএনপির সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছেলে অর্নব নেওয়াজ মাহমুদ ধানের শীষ এবং জাতীয় পার্টির শুরুর চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এছাড়া এই পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদন্দ্বিতা করছে। গোয়লন্দ পৌরসভায় মেয়র পদে গোয়ালন্দ যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল নৌকা প্রতীক নিয়ে, গোয়লন্দ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্ডল ধানের শীষ প্রতীক নিয়ে এবং হেলাল মাহমুদ লঙ্গল প্রতীক নিয়ে এবং বর্তমান মেয়র মোঃ নিজাম উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হয়ে জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এছাড়া এই পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলন পদে ০৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। পাংশা পৌরসভা নির্বাচনে পাংশা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল আল-মাসুদ বিশ্বাস নৌকা প্রতিক নিয়ে, পাংশা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক চাঁদ আলী খান ধানের শীষ প্রতীক নিয়ে, পাংশা পৌরসভা জাতীয় পার্টির সভাপতি তজিবুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে, জাসদ থেকে মাসুদুর রহমান মাসুদ মশাল প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রর্থী হিসাবে কাজী অরহাদ জামিদ রূপ জগ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এছাড়াও এখানে সাধারণ কাউন্সিলর ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছে।

(এমডি/এস/ডিসেম্বর৩০,২০১৫)