মাদারীপুর প্রতিনিধি : ভোট শুরুর আগে ব্যালটে সিল দেওয়া, ব্যালট পেপার ছিনতাইয়সহ নানা অভিযোগে মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে কাষ্টগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ জোনারদন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সন্ত্রাসীরা প্রিজাইডিং অফিসারদের অস্ত্রের মুখে জিম্মী করে ব্যালট পেপার ছিনতাই করে নৌকা প্রতিকে সীল মারতে থাকে। এ ঘটনা জানাজানি হলে ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। আর ঘটনার সত্যতা পেয়ে ঐ কেন্দ্র ২টিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

কালকিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ জনারদন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল দেয়। বিষয়টি রাতেই রিটার্নিং কর্মকর্তাসহ ম্যাজিস্ট্রেককে জানালে বুধবার সকাল সোয়া ৮টার দিকে কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এ ব্যাপারে মাদারীপুর জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মো. আলাউদ্দিন বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের আগেই ২ কেন্দ্রে ১১শ ভোটের ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটায় ঐ কেন্দ্র ২টিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

তিনি আরো বলেন, কালকিনি পৌরসভার কাস্টঘর সরকারি প্রাথমিক বিদ্যাললে ৮০০টি ব্যালট পাওয়া যায়নি এবং জোনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০৩টি ব্যালেটে নৌকা প্রতীকে সীল দেয়া পাওয়া যায়। এই ঘটনায় দুটি কেন্দ্রের ভোগগ্রহণ স্থগিত করা হয়। অন্য কেন্দ্রগুলোতে যথারীতি ভোটগ্রহণ চলছে। এছাড়াও ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে ১২ জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বি হিসেবে তিনজন বিদ্রোহী প্রার্থী লড়ছেন। এই অপ্রীতিকর বিষয়টি জানাজানি হলে অন্য মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে প্রায় সাড়ে ৩শ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে কাজ করছে। স্থগিত ভোট কেন্দ্র দুটি ছাড়া সকাল থেকে অন্য কেন্দ্রগুলোতে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার অপেক্ষায় রয়েছে।

কালকিনি পৌরসভায় মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন লড়ছেন। এখানে মোট ভোটার ২৭ হাজার ৭১১ জন এবং মোট ভোটকেন্দ্র ১৭টি।

(এএসএ/এইচআর/ডিসেম্বর ৩০, ২০১৫)