নারায়ণগঞ্জ প্রতিনিধি : সোনারগাঁও পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট ফজলে রাব্বি ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের আহত হয়েছেন।

বুধবার দুপুর সোয়া ১২টার দিকে সোনারগাঁও পৌরসভার জিআর ইনিস্টিটিউশন বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে সোনারগাঁও পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের জিআর ইনস্টিটিউশন ভোট কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট ফজলে রাব্বি ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে গিয়ে এ সময় সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের আহত হন।

খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক) মহিবুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দ) জাকারিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ বিষয়ে রিটানিং অফিসার মো. তারিফুজ্জামান বলেন, ভোটগ্রহণে কোনো ধরনের সমস্যা হচ্ছে না।

সোনারগাঁও থানা ওসি এসএম মঞ্জুর কাদের বলেন, সংঘর্ষের সময় ভোট কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সামান্য আহত হয়েছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ৩০, ২০১৫)