স্পোর্টস ডেস্ক : শাহজাদের সেঞ্চুরিতে ভর করে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে আফগানিস্তান। মঙ্গলবার রাতে শারজায় ৫ ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হয়। এ ম্যাচে আফিগানিস্তানের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ১৩১ রান করেছেন মোহাম্মদ শাহজাদ।

শুরুতে টসে জিতে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ২৫৩ রান করে জিম্বাবুয়ে। এর মধ্যে আরভিন ৫০ ও মাসাকাদজা ৪৭ রান করেন। আফগানদের পক্ষে জর্ডান ৫৭ রানে ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে নুর আলী জর্ডান ও শাহজাদের ৮২ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালই হয়েছিল আফগানদের। কিন্তু এ জুটি ভেঙ্গে যাওয়ার পর নিয়মিত উইকেট হারাতে থাকে আফগানিস্তান। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জিতিয়েই মাঠ ছাড়ে শাহজাদ। ১৩৩ বলে অপরাজিত ১৩১ রান করে ম্যাচ সেরাও হয়েছেন তিনি। জিম্বাবুয়ের পক্ষে ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন চিগাম্বুরা।

(ওএস/এইচআর/ডিসেম্বর ৩০, ২০১৫)