মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুরের শিবচর পৌরসভা নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। বেসরকারিভাবে ১০ হাজার ১৩৭ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মো. আওলাদ হোসেন খান বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. তোফাজ্জেল হোসেন খান তোতা নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪৯১ ভোট। ভোট কাষ্টিংএ শতকরা ৭১.১২ ভাগ ভোট পড়েছে।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আক্তার হোসেন খান, ২নং ওয়ার্ডে শাজাহান মোল্যা, ৩নং ওয়ার্ডে শাকিল হোসেন খান, ৪নং ওয়ার্ডে হানিফ খালাসী, ৫নং ওয়ার্ডে বেলায়েত ইবনে ওয়াহেদ, ৬নং ওয়ার্ডে রাজা মিয়া মোল্লা, ৭নং নওয়াব বেপারী, ৮নং ওয়ার্ডে আজিজুল হক, ৯নং ওয়ার্ডে আবদুল কাদের খান মিলু বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া ১,২,৩ সংরক্ষিত মহিলা আসনে মলি রায়, ৪,৫,৬ সংরক্ষিত আসনে আজিমন নেছা, ৭,৮,৯ সংরক্ষিত আসনে জাহানারা বেগম বেসরকারী নির্বাচিত হয়েছেন।

উপজেলা রিটার্নিং অফিসার ও শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন আহমেদ বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

মাদারীপুরের শিবচর পৌরসভায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।

এছাড়া মাদারীপুর সদর ও কালকিনি পৌরসভা নির্বাচনের ফলাফল এখনও জানা যায়নি।


(এএসএ/এস/৩০ডিসেম্বর২০১৫)