কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ছাত্রলীগের একটি গ্রুপের হামলায় গুলিতে নিহত হয়েছেন এক ব্যবসায়ী। নিহত ঐ ব্যবসায়ীর নাম আহসান হাবিব সুমু। ‘গার্ড বাংলাদেশ’ নামের একটি সিকিউরিটি গার্ড সরবরাহকারী প্রতিষ্ঠানের পরিচালক।

এ হামলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রলীগের এককর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর মুন্সেফ বাড়ী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুপুর দেড়টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি সংক্রান্ত বিরোধের জের ধরে কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ রাসেলের সমর্থকরা মুন্সেফবাড়ী এলাকায় প্রতিপক্ষ ছাত্রলীগ গ্রুপের গিট্টুর বাড়িতে হামলা চালায়। এ সময় আহসান হাবীব সুমু (৪০) নামে এক ব্যবসায়ী বাধা দেন। এ সময় তাকে পেছন থেকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় সুমুকে কুমিল্লা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ সংঘর্ষে আহত হয় ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র প্রীতম চক্রবর্তী পিংকু ও ছাত্রলীগের কর্মী প্রিয়ম দাস। প্রিয়মকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলের পিংকুকে ঢাকায় নেয়া হয়েছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি খোরশেদ আলম জানান, সংঘর্ষে একজন নিহত হয়ওয়ার কথা স্বীকার করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
(এইচকেজে/এএস/মে ২৯, ২০১৪)