নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের পক্ষে মেট্টো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের প্রাক্তন সিনিয়র ম্যানেজার কাজী রশিদুজ্জানকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশি বাজারস্থ আলিয়া মাদ্রাসা সংলগ্ন অস্থায়ী আদালতে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে এই জেরা চলছে।

খালেদা জিয়ার পক্ষে উক্ত সাক্ষীকে প্রাক্তন অতিরিক্ত এটর্নি জেনারেল আব্দুর রেজ্জাক খান এবং অন্যান্য আসামিদের পক্ষে অ্যাডভোকেট টিএম আকবর এবং আমিনুল ইসলাম জেরা করছেন ।

এর আগে গত ২১ ডিসেম্বর ৩১তম এই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন আদালত।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এবং দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদের অবশিষ্ট জবানবন্দি গ্রহণ করবেন আদালত। ২১ ডিসেম্বর হারুন অর রশিদ আংশিক জবানবন্দি প্রদান করেছিলেন।

বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষীকে জেরা করার আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ মার্চ ওই আদালতের তৎকালীন বিচারক বাসুদেব রায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং অরফানেজ ট্রাস্টের দুই মামলায় খালেদা ও তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। এ মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।

মামলাটিতে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী এবং তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।

(ওএস/এইচআর/ডিসেম্বর ৩১, ২০১৫)