সাতক্ষীরা প্রতিনিধি : বিজিবি সাদস্যরা অভিযান চালিয়ে পাঁচ লাখ ৬৭ হাজার টাকার ভারতীয় থান কাপড় আটক করেছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াকাছি সীমান্ত থেকে এ কাপড় আটক করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলার তৈলুইগাছা বিজিবি ক্যাম্পের সুবেদার নাছির আল গুলজার জানান, বৃহষ্পতিবার সকাল ১১ টার দিকে এক দল চোরাকারবারী ভারত সীমান্তের সোনাই নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারা কেড়াগাছি সীমান্তে পৌছাতেই টহলরত বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় তারা তিনটি কাপড়ের গাইড ফেলে পালিয়ে যায়। পরে ওই কাপড়ের গাইড খুলে বিজিবি সদস্যরা দু’ হাজার ২৫২ মিটার সার্ট ও প্যান্টের ভারতীয় থান কাপড় উদ্ধার করে। যার বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচ লাখ ৬৭ হাজার টাকা ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহাবুবর রহমান জানান, এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে অজ্ঞাতনামা তিন চোরাচালানীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
(আরকে/এএস/মে ২৯, ২০১৪)