স্টাফ রিপোর্টার : বিএনপি নেতারা সম্পদ রক্ষায় ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি আক্ষেপ করে বলেন, বিএনপির নেতারা যদি নিজেদের সম্পদ রক্ষায় ব্যস্ত থাকি তাহলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবে না।

এভাবে চলতে থাকলে দেশের মানুষ মুক্তি পাবেনা। দেশে গণতন্ত্র নেই, চলছে হাসিনার ইচ্ছাতন্ত্র।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের সমালোচনা করে গয়েশ্বর বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমার তার জীবদ্দশায় সাধারণ জীবন যাপন করেছেন। সেক্ষেত্রে আমরা জাতীয়তাবাদী আদর্শের অনুসারী হিসেবে সম্পদ রক্ষায় ব্যস্ত কেন? সম্পদ রক্ষায় ব্যস্ত বলেই রাজনৈতিক গুম, খুন ও অপহরণ চলছে। আর হাসিনা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। তাই মৃত্যুকে ভয় পেলে চলবে না। মৃত্যুর জন্য প্রস্তুত হলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না।


তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ আমাদের অন্তরে অনুপস্থিত বলে দেশের এ অবস্থা।

(ওএস/এটিআর/মে ২৯, ২০১৪)