মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার মনোনায়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনায়নপত্র দাখিল করেছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছে ।
আওয়ামীলীগ সমর্থিতপ্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। এছাড়াও আওয়ামীলীগের অন্য প্রার্থীরা হলেন গোলাম মাওলা, সৈয়দ সাখাওয়াত সেলিম, এজাজুর রহমান আকন, ডা. আ. বারী, আসাদ্জ্জুামান খান, হোমায়রা লফিত পান্না। জামায়াত সমর্থিত কাজী আবুল বাশার চেয়ারম্যান পদে মনোনায়ন ফরম জমা দিয়েছেন।
ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সাহাবুদ্দিন হাওলাদার, জাহিদুল ইসলাম জাহিদ, ওয়ার্কার্স পার্টির এড.কানাই লাল দাস, বিএনপিপ্রার্থী মনিরুল ইসলাম তুষার ভুইয়া, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মাওলানা আজিজুল মনোনায়নপত্র জমা দিয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আমেনা খাতুন বেবী, বিএনপির তানিয়া সুলতানা লাইজু, পারভীন জাহান মনোনায়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ জালাল উদ্দিন জানিয়েছেন, সদর উপজেলা পরিষদ নির্বাচনে ২ লাখ ৩১ হাজার ৪৮৪ জন ভোটার পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে আগামী ২৬ জুন ভোটাধিকার প্রয়োগ করবে। আগামী ৩১ মে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৮ জুন প্রার্থীতা প্রত্যাহার করা হবে।
(এএসএ/এএস/মে ২৯, ২০১৪)