রোদ ও ভালবাসা

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

বারান্দার কার্নিশ টপকে
রোদ এসে ছুঁয়েছে আমাকে
শীতবস্ত্র,অন্তর্বাস, ত্বক ভেদ করে
উত্তাপ এখন
পাঁজরের হাড়ে,
কাল রাতে যেখানে
সমস্ত ভাবনাগুলো
জড়াজড়ি করে আগুন আঁকছিল,
এখন তারা
দূরে দূরে বসে
গুছিয়ে নিচ্ছে নিজেদের।
কমলা লেবুর রং,গন্ধ,আর স্বাদ
করোটিরর বন্ধ জানলা গুলো খুলে
সরিয়ে দিয়েছে পর্দা,
আয় শীত
যতক্ষণ রোদ থাকে
তোকে ভালবাসি।