মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার ১০১৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের পৌর অফিস সংলগ্ন মডেল প্রাথমিক বিদ্যালয়ে এবং বেলা ১২টায় ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস। শুক্রবার বন্ধের দিনে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা ও অভিভাবকরা।

এবার জেলায় প্রাথমিক পর্যায়ে সাড়ে ৯ লাখ ও মাধ্যমিক পর্যায়ে ২ লাখ বই বিতরণ করা হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল লতিফ মিয়া, সাংবাদিক শাহজাহান খান, গোলাম মাওলা আকন্দ প্রমুখ।

এছাড়াও সকাল সাড়ে নয়টায় শিবচর উপজেলাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রেজাউল করিম তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহম্মেদ পৌর এলাকার শেখ ফজিলাতুন্নেছা পাইলট বিদ্যালয়ে শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।

কালকিনি উপজেলাতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন ইউএনও শাম্মী আক্তার।

(এএসএ/এএস/জানুয়ারি, ০১, ২০১৬)