মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার কালকিনি পৌরসভা নির্বাচন পরবর্তি কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ২০ জন।

এ সময় প্রায় ৫টি বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমা নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত দফা দফায় এই সংর্ঘষের ঘটনা ঘটে। সংর্ঘষ ঠেকাতে ৬ রাউন্ড সর্টগানের গুলি ব্যবহার ও মাদারীপুর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েত করা হয়েছে।

পুলিশ, আহত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন মো. তোফাজ্জেল হোসেন দাদন। এর প্রতিদ্বন্দ্বি হিসেবে নির্বাচন করেন মো. তোফাজ্জেল হোসেন বেপারী।

নির্বাচনে পরাজিত হয়ে তোফাজ্জেল হোসেন বেপারীর সমর্থকরা পৌরসভার ঝুরগা গ্রামে হিন্দু অধ্যাষিত এলাকা ঝুরগার খলিসাডুবি গ্রামের সনাতন সরকার (মাষ্টার)সহ ৫টি ঘর-বাড়িতে লুটপাট চালায়।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দেশিয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংর্ঘষ বাধে। এ সময় উভয় গ্রুপের কমপক্ষে ২০ জন আহত হয়।

আহত হলেন লিটন বেপারী (৩৯), মো. রিফাত (২০), জহুরুল (৩০), পলি (৩০), বি.এম তোফাজ্জেল হোসেন দাদন (৩৬), রফিক সরদার (২৫), মজিবুর রহামান (২৮), আমজাদ সরদার (৭০), মিজানুর রহমান (৫৫), আকবর হোসেন (১৫), রানু (৪০), রানা (১৮), পঙ্কজ মন্ডল (২৮), পলাশ মন্ডল (২৭), দিপারানী সরকার (৩০), আশুতোষ সরকার (১৭), রতন মন্ডল (৪২), নারায়ন মন্ডল (৫৫), রিপা (১৬), প্রতিম সরকার (১২) প্রমুখ। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইদ্রিস আলী বলেন, ২ কাউন্সিলরের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে সর্টগানের বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এএসএ/এএস/জানুয়ারি, ০১, ২০১৬)