পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি :স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন- সরকার খামারীদের উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে বিশেষ কর্মসুচী নিয়েছে। এখন কৃষকের পরিবর্তে শিক্ষিত বেকার যুবদের মাঝে উন্নতজাতের গাভী ও ঋণ প্রদান করে দুগ্ধ উৎপাদন করা হবে। কারণ তারা চাকরী না পেয়ে নিু শ্রেণির কাজ করতে পারছে না। তাদেরকে স্বনির্ভর করে দেশকে ডিজিটালে পরিণত করতে হবে।

শুক্রবার বিকেলে উপজেলার কুতুবপুর আমিনিয়া সিনিয়র মাদরাসা মাঠে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি ইউনিয়ন লিঃ এর অধীনে পীরগঞ্জ দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন। তিনি আরও বলেন- পীরগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে মিল্ক ভিটার পক্ষ থেকে আইসক্রিম ফ্যাক্টরী স্থাপন করা হবে। এতে আড়াই শতাধিক লোকের কর্মসংস্থান হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর জন্য দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক ভাই শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-১ জাহাঙ্গীর আলম, ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি ও এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি কেরামত উল্লাহ্ বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার, জেলা আ’লীগ নেতা শাহিদুল ইসলাম পিন্টু, উপজেলা আ’লীগ সভাপতি মোতাহারুল হক বাবলু, সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, শাহ মোঃ এমদাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ২ শতাধিক খামারী উপস্থিত ছিলেন।






(জেকেবি/এস/জানুয়ারি০১,২০১৫)