স্পোর্টস ডেস্ক, ঢাকা : পুরানো বছর গিয়ে এসেছে নতুন বছর। বাংলাদেশ ক্রিকেট পার করেছে সফলতম একটি বছর। জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, এরপরে টানা পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে  সিরিজ। বছরের শেষে এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

টানা ক্রিকেটের পরে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা পেয়েছেন ছুটি। পরিবার ও বন্ধুদের সাথে তারা কাটাচ্ছেন এই অবসর। বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম যেমন এই ছুটিতে বছরের প্রথম দিনটি কাটিয়েছেন একটু অন্যরকমভাবে, একটি স্কুলের বাচ্চাদের সাথে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বছরের প্রথমদিনই নতুন বই বিতরণ করা হয়েছে বাংলাদেশের সব স্কুলগুলোতে। নতুন বই পেয়ে বাচ্চারা দারুণ উচ্ছ্বসিত। মুশফিকুর রহিম উচ্ছ্বসিত বাচ্চাদের সাথে ছবি তোলেন ও কিছু সময় গল্প করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিকের অফিশিয়াল পেজে সেই ছবি প্রকাশ করা হয়েছে। ছবির ক্যাপশনে লেখা আছে, ‘নতুন বই পাওয়া হাসিমুখগুলো দেখে দারুণ লাগছে।’

এছাড়া বছরের প্রথম দিন সকাল বেলা সেলফি দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। নতুন বছর যেন নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন চ্যালেঞ্জ সবার পূর্ণ হয় এমনটাই আশা করেন তিনি।

(ওএস/পি/জানুয়ারি ০১, ২০১৬)