মনের মধ্যে অদ্ভুত মায়া

মনের মধ্যে অদ্ভুত মায়া নিংড়ানো আর- একটি মন রান্না-বাটি খেলা করে;
উষ্ণতা সঞ্চিত কবেকার সম্পর্ক...
নির্জন হেমন্তের হিমেল বাতাস, চাদরের পরশে স্বেদবিন্দুস্নাত অভিমানী বেহাগ জমায়.....

সম্পর্ক মানে ক্ষয়ের বিহ্বল প্রস্তাব:
একান্নবর্তি সংকল্প একক সহ্যের লালন বিষয়ক বিশ্বস্ত গ্লানি....এবং.....
তাঁকে আমি প্রলোভন বলতে পারি না !

কেননা এই দহন অভিজ্ঞতার আলোকে, ঘাতকতা আর ষড়যন্ত্রের দিনগুলি ভুলে যেতে চাই.....

ভুলে যাওয়া মাত্রই অমীমাংসাসূত্র,
ভবিষ্যতের সম্ভবনাময় শুকনো বীজপত্র...
এমনই ধুলোমেঘ থেকেই মনোভূমির উপাদান অঙ্কুরিত হয়.....
এই সামান্য জীবনচর্চায় এটুকুই আমার বিশ্বাস.....