মেহেরপুর প্রতিনিধি:আলোচনা সভা, র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে দিনটির সুচনা করা হয় এবং শোভাযাত্রা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়।

পরে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য আলহাজ্ব আশকার আলী, সিনিয়র সাংবাদিক রফিকুল আলম, শহর সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান, মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান ও এনজিও প্রতিনিধি সাফিয়া খাতুন প্রমুখ। সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন র‌্যালী ও আলোচনা সভায় অংশ নেয়।

পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





(এমআইএম/এস/জানুয়ারি০২,২০১৫)