স্পোর্টস ডেস্ক : সাফ ফুটবলের একাদশতম আসর অনুষ্ঠিত হচ্ছে ভারতের কেরালায়। শক্তিমত্তার প্রমাণ দিয়ে এই আসরের ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান। ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে তারা। তার আগে জানা গেল সাফের পরবর্তী আসর হচ্ছে বাংলাদেশে।

শনিবার সাফ কংগ্রেস সভায় ২০১৭ সালে সাফের দ্বাদশ আসর আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশকে। পাশাপাশি চলতি বছরের শেষ দিকে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ‘সাফ ক্লাব কাপের’ আয়োজকও হয়েছে বাংলাদেশ। এর আগে ২০০৩ সালে ও ২০০৯ সালে সাফের আয়োজক হয়েছিল বাংলাদেশ।

উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে মাঠে গড়াচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবল খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। অবশ্য প্রথম আসরে অংশ নেয়নি লাল-সবুজের জার্সিধারীরা। তবে পরবর্তী দশ আসরে অংশ নিয়ে একবার মাত্র শিরোপা জিততে পেরেছে। সেটাও ১৩ বছর আগে ২০০৩ সালে ঘরের মাঠে। এ ছাড়া ১৯৯৯ ও ২০০৫ সালে দুইবার রানার আপ হয়। ১৯৯৭ সালে তৃতীয় হয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা। ২০০৯ সালে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ।

এখন দেখার বিষয় ২০০৩ সালের মতো ২০১৭ সালেও ঘরের মাঠে চ্যাম্পিয়ন হতে পারে কিনা বাংলাদেশ দল।

(ওএস/এইচআর/জানুয়ারি ০২, ২০১৬)