গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জে চিকিৎসক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে তারা এ কর্মসূচী পালন করেন। এছাড়া তারা হাসপাতাল এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত স্বাস্থ্য সেবা বন্ধ রেখে তারা এসব কর্মসূচি পালন করেন।

হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা কালো ব্যাচ ধারণ করে হাসপাতাল থেকে বের হয়ে আসেন। পরে তারা ওই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে হাসপাতাল কম্পাউন্ডে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হাসপাতাল কম্পাউন্ড ঘুরে জরুরী বিভাগের সামনে এসে শেষ হয়। সেখানে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও বিএমএ মহাসচিব মোঃ শফিকুল ইসলাম চৌধুরী, সার্জরী বিভাগের কন্স্যালটেন্ট অনুপ কুমার মজুমদার, অর্থোপেডিক বিভাগের কনস্যালটেন্ট এস এম হুমায়ুন কবির প্রমূখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর রাতে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী গ্রামের একদল সন্ত্রাসী জরুরী বিভাগে হামলা ও ভাংচুর চালায়। এ সময় তারা জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ইশতিয়াক রেজা ও কর্মাচীরদের মারপিট করে।

(এমএইচএম/এসসি/জানুয়ারি০৩,২০১৫)