আন্তর্জাতিক ডেস্ক: চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) উত্থানে প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দায়ী বলে মন্তব্য করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। শনিবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের বিলোক্সিতে এক নির্বাচনী সমাবেশে তিনি মন্তব্য করেন।

ট্রাম্প বলেন তেলের জন্য আইএসের মতো সংগঠন গঠন করা হতে পারে সে সম্পর্কে তিনি আগেই ভবিষ্যদ্বানী করেছিলেন।

তিনি বলেন, ‘আমি অনেক কিছুই আগে থেকে বলে দিয়েছিলাম। যার মধ্যে রয়েছে, তেলের দখল নাও, তেল নাও, তেল রাখ। আমি গত তিন বছর ধরে এটা বলে আসছি এবং প্রত্যেকেই বলেছে, আমিতো এটা করতে পারব না। আমি বোঝাতে চাচ্ছি এটা স্বাধীন দেশ (আইএস) । আশ্চর্য, কোনো দেশইতো নেই।’

রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্প বলেন, ‘ তারা আইএস সৃষ্টি করেছে। ওবামাকে আইএস সৃষ্টিতে সহযোগিতা করেছে হিলারি।’

আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশীদের তালিকার শীর্ষে আছেন হিলারি ক্লিনটন। নানাভাবে হিলারির সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন ট্রাম্প। নির্বাচনী সমাবেশে হিলারির স্বামী প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে নিয়ে মন্তব্য করতেও ছাড়েননি তিনি।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৩, ২০১৫)