বরিশাল প্রতিনিধি : নিরাপত্তার অভাব ও নানান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীরা হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. শফিউল আলম (গণিত), তানভির কায়সার (ইংরেজি), মো. আব্দুল কাইউম (মাকেটিং), জিল আফরোজ (সমাজবিজ্ঞান) ও ফাতেমা কানিজ (মৃত্তিকাবিজ্ঞান)।

পদত্যাগের কথা নিশ্চিত করে পদত্যাগী সহকারী প্রক্টর মো. আব্দুল কাইউম জানান, দেশের সব কটি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরদের সব ধরনের সুযোগ-সুবিধা থাকে। কিন্তু এ বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোরো সহকারী প্রক্টরের সুযোগ-সুবিধা পাওয়া তো দূরের কথা, জীবনের নিরাপত্তা নেই। শিক্ষার্থীরা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লে এই সহকারী প্রক্টরদের তা সামলাতে হয়। এ বিষয়ে ইতিপূর্বে একাধিকবার ভিসিকে অবহিত করা হলেও তিনি কর্ণপাত করেন না।

পদত্যাগপত্রগুলো জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার মনিরুল ইসলাম।

এ ব্যাপারে ভিসি প্রফেসর ড. হারুন উর রশীদের সঙ্গে মোবাইল ফোনে যোগযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি বর্তমানে বিশেষ কাজে ঢাকায় অবস্থান করছেন।

(ওএস/এস/মে ২৯, ২০১৪)