নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের গোদনাইল ৮৯ নং তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্থের বিনিময়ে বই বিতরণের অভিযোগে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে স্কুলের ম্যানেজিং কমিটিকেও বাতিল করা হয়েছে।

শনিবার টাকার বিনিময়ে বই বিতরণের বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে রবিবার দুপুরে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা জানান, শনিবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে অভিযোগ তদন্ত করতে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। পরে সত্যতা পাওয়ার পর রবিবার তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে স্কুলের ম্যানিজিং কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে আদায় করা টাকা এক অথবা দুই কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়ারও ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসক জানান, জেলার আরো কোথাও এ ধরনের অনিয়ম হচ্ছে কিনা সে ব্যাপারেও খোঁজ-খবর নেওয়াসহ মনিটরিং করা হচ্ছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৩, ২০১৫)