নওগাঁ প্রতিনিধি : রবিবার নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাঁপানীয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মিলন হোসেন (২০) নামে এক টেম্পু যাত্রী ও পোরশায় ভটভটি উল্টে আবু হাসান (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) সামসুল আলম জানান, রবিবার দুপুরে নওগাঁ থেকে একটি যাত্রীবাহী টেম্পু ৫/৬ জন যাত্রী নিয়ে মহাদেবপুরের নওহাটায় যাচ্ছিল। এ সময় হাঁপানিয়া এলাকায় রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস টেম্পুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে যাত্রীবাহী টেম্পু দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান টেম্পু যাত্রী মিলন। এ ঘটনায় টেম্পু আরোহী আরো দুই যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মিলন হোসেন পাশের বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্দিরা গ্রামের মোখলেছ হোসেনের পুত্র। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিলনের লাশ ও দূর্ঘটনাকবলিত টেম্পু উদ্ধার করে থানায় আনা হয়েছে।

অপরদিকে পোরশা থানার ওসি শেখ শাহীন কামাল জানান, সকালে হাসান ও তার পরিবারের লোকজন ভটভটি যোগে নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে হাতিখোঁচা বিল এলাকায় ভটভটিটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে গেলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই হাসান মারা যান।

নিহত হাসান পাশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভোলাহাট কাশিয়াবনা গ্রামের হাবিবুর রহমানের পুত্র। এসব ঘটনায় নওগাঁ সদর ও পোরশা থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।



(বিএম/এস/জানুয়ারি ০৩,২০১৫)