আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ভূমিকম্পে ইম্ফল ও এর আশপাশের এলাকায় ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটেছে।

সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৭ মিনিটে (বাংলাদেশ সময় ৫টা ৭ মিনিট) ভূমিকম্পটি আঘাত ‍ হানে।

ভারতের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, মনিপুর রাজ্যের ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে তামেনলংয়ের নোনি গ্রামে ভূমিকম্পের কেন্দ্রস্থল।

এদিকে উদ্ধার অভিযানে ‍অংশ নিতে জাতীয় দুর্যোগ প্রশমন কেন্দ্রের (এনডিআরএফ) ৯০ সদস্য গৌহাটি থেকে ইম্ফলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এছাড়া ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে আসামে অবস্থানরত স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-কে নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নিজেও সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন।

ভূমিকম্পে ইম্ফলের একটি জনপ্রিয় মার্কেটসহ বিভিন্ন ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ধ্বংসের নিচে চাপা পড়েছে গাড়ি। কয়েকটি ভবনের কিছু অংশ ধসে পড়ার কথাও বলছে স্থানীয় সংবাদমাধ্যম।

শক্তিশালী এ ভূমিকম্প বাংলাদেশ, মায়ানমার, নেপাল ও ভুটানে অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রাথমিক এ কম্পনের মাত্রা ৬.৮ জানালেও এক ঘণ্টা পর তা কমিয়ে ৬.৭ জানায়।

এদিকে, বাংলাদেশের রাজধানীর জুরাইন এলাকায় ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে দ্রুত রাস্তায় নামতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আতিকুর রহমান আতিক (২৭) নামে একজনের মারা গেছেন বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন ২৯ জন।

(ওএস/এস/জানুয়ারি ০৪,২০১৬)