লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মেহরাজ হোসেন (২৭) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে ক দু’টি বন্দুক, চার রাউন্ড গুলি, দু’টি লোহার পাইপ, ধারালো কিরিচ ও চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ।

সোমবার (৪ জানুয়ারি) ভোর রাত ৪ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের জাফরপুর এলাকায় ডিবি ও থানা পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মেহরাজ হোসেন সদর উপজেলার সৈয়দপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

লক্ষ্মীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আবুল বাশার জানান, রাত সাড়ে ৩ টার দিকে একদল ডাকাত চর শাহীর জাফরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও লক্ষ্মীপুরের গোয়েন্দা পুলিশ সেখানে অভিযানে যায়। অভিযানের টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ী গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা কয়েক রাউন্ড গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। একপর্যায়ে ডাকাতদল পিছু হটলে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় মেহরাজ নামে এক ডাকাত সদস্যকে আটক করা হয়। এসময় চার পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে দু’টি বন্দুক, চার রাউন্ড গুলি, দু’টি লোহার পাইপ, ধারালো কিরিচ ও চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়। বর্তমানে ডাকাত মেহরাজ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও জানান, এঘটনায় পুলিশ বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানা অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির পৃথক দু’টি মামলা করা হচ্ছে।


(এমআরএস/এস/জানুয়ারি ০৪,২০১৫)