স্টাফ রিপোর্টার : রাজধানীর লালবাগে ছারপোকা মারার ওষুধের গণ্ধে অসুস্থ হয়ে ইকরা (৩) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় ওই শিশুর মা নাজমা বেগম গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশূ ইকরা।

নাজমা বেগমের সহকর্মী সোহেল জানান, রবিবার সকালে ঘরে ছারপোকা মারার ওষূধ ছিটিয়ে ঘর বন্ধ করে নাজমা বেগম কর্মস্থলে চলে যান। রাতে বাসায় ফিরে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে মেয়ে ইকরা মাকে জানায় তার পেট ও বুকে ব্যাথা করছে। এর কিছুক্ষণের মধ্যেই বমি করতে শুরু করে। একই সঙ্গে নাজমা বেগমও বমি করতে শুরু করেন। একপর্যায়ে নাজমা সোহলেকে মোবাইল ফোনে বিষয়টি জানান।

সকালে ইকরা ও নাজমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সোহেল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে ইকরা মারা যায়।

নাজমা বেগম স্থানীয় সূর্যের হাসি ক্লিনিকে কর্মরত। দুই বছর আগে তার স্বামী কামাল হোসেন দ্বিতীয় বিয়ে করে অন্য জায়গায় চলে যান। এরপর থেকে তিনি লালবাগের শহীদনগরের ১০ নম্বর সড়কের ২৮/১ নম্বর বাড়িতে মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।

ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, নাজমা বেগম এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৪, ২০১৬)