মৌলভীবাজার প্রতিনিধি :সোমবার গভির রাতে মৌলভীবাজার সহ সারা দেশে বয়ে যাওয়া সৃষ্ট ভুমিকম্পে জেলা সদরের পৌর এলাকা ও এর আশ পাশের বিভিন্ন গ্রামের বাসা বাড়ির বিল্ডিংয়ে ফাটল দেখা দিয়েছে । এতে ভয় ও আতংকে কাটছে ঐসব এলাকার বাসিন্দাদের।

৬ দশমিক ৬ রিখটার স্কেলে আঘাত হানা ঐ ভয়াবহ ভুমিকম্প সোমবার গভির রাতে যখন শুরু হয় তখন আতংকে ঘুমন্ত লোকজন হটাৎ জেগে উঠে চিৎকার করে বাসার বাহিরে বের হয়ে পড়েন। প্রায় তিন মিনিট স্থায়ী ছিল ভূমিকম্প। এ ঘটনায় হতাহতের কিংবা ক্ষয়ক্ষতির কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

মুঠোফোনে অতিরিক্ত জেলা প্রশাসক, মাসুকুর রহমান সিকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমাদের কাছে ভুভিকম্পে মৌলভীবাজারের সবগুলো উপজেলার রিপোর্ট এসেছে আমরা সে গুলো মন্ত্রনালয়ে পাঠিয়ে দিয়েছি।তবে এখন পর্যন্ত বড় ধরনের কোর ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি।

এ দিকে সরজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বাসা বাড়ির দেয়ালে ছোট বড় অনেক ফাটল এতে করে বড় ধরনের দুর্ঘটনা যে কোন মুহুর্তে হয়ে যেতে পারে।


(এমএকে/এস/জানুয়ারি ০৪,২০১৫)