নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রানীনগরে শারিরীক অসুস্থতা আর সংসারে অভাব অনটন সইতে পারলেন না কহিনুর বিবি (৪২)। একদিকে জঠরজ্বালা, অন্যদিকে এ্যাজমা ও হার্টের ব্যাধি তাকে যেন পাগল করে তুলেছিল। এমন যন্ত্রণায় উন্মাদ হয়ে রবিবার দুপুরে নিজের ৮ বছরের শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর মা কহিনুর বিবি(৪২) নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার নওগাঁ সদর হাসপাতাল মর্গে মা-মেয়ের ময়নাতদন্তের পর বিকেলে তার গ্রামের বাড়ি জেলার রানীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের মালসন বলদাগাছি গ্রামে দাফন করা হয়েছে।

জানা গেছে, রানীনগরের বলদাগাছী গ্রামের কৃষি দিনমজুর মকছেদ আলীর সংসারে অভাব-অনটনের পাশাপাশি তার স্ত্রী কহিনুর বিবি এ্যাজমা ও হৃদরোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় দিনাতিপাত করছিলেন। এনিয়ে তাদের সংসারে করছিল অশান্তি। এর এক পর্যায় কহিনুর রবিবার দুপুরের দিকে তার একমাত্র ৮ বছরের শিশু কন্যা মুন্নি আকতারকে বাড়ির ভিতরে জোর করে বিষের ট্যাবলেট খাইয়ে দেয়।

মুন্নি নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মা কহিনুর বিবি নিজেও বিষের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে গ্রামের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে। কর্তব্যরত চিকিৎসক মুন্নিকে মৃত ঘোষণা করেন। ওইদিন সন্ধ্যার দিকে কহিনুর বিবিও সদর হাসপাতালে মারা যান।

এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।

(বিএম/এএস/জানুয়ারি ০৪, ২০১৬)