পাবনা প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলার হঠাৎপাড়া এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নেতা আব্দুল হামিদ (৩২) নিহত হয়েছেন। এ সময় র‌্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে চরমপন্থিদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, র‌্যাব-১২-এর একটি দল উপজেলার পাকশীর হঠাৎপাড়া এলাকায় সন্ত্রাসীদের ধরতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা আব্দুল হামিদ নিহত হন। সন্ত্রাসীদের গুলিতে র‌্যাবের সদস্য মুজিবুর রহমান (২৭) এবং রানা হামিদ (৩০) আহত হয়েছেন। আহতদের পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত হামিদের লাশ ও একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি উদ্ধার করে।

আব্দুল হামিদ পাবনা সদর উপজেলার রাখালগাছি গ্রামের দেলবার খাঁর ছেলে। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ছয়টি মামলা রয়েছে বলে ওসি বিমান কুমার দাশ জানান।

(ওএস/এস/মে ২৯, ২০১৪)