আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র ক্রেতাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহসহ বেশ কয়েকটি ব্যবস্থা নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এ বিষয়ে সিদ্ধান্তগুলো মঙ্গলবার ঘোষণা করবেন তিনি। যদিও এ বিষয়ে কংগ্রেসের বিরোধিতা এখনও অব্যাহত।

ওবামা বলেন, অনলাইন ও শোরুম থেকে অস্ত্র বিক্রির সময় সব ক্রেতার সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে বাধ্য করা হবে।

এদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী র‌্যান্ড পল বলেছেন, তিনি এই আইনের বিরুদ্ধে পাণপনে লড়বেন।

কিন্তু ওবামা বলেছেন, তার আইনী কর্তৃত্বের ভেতরে থেকেই তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্ত দ্বিতীয় সংশোধনীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দ্বিতীয় সংশোধনী অনুযায়ী দেশটির নাগরিকরা অস্ত্র বহন করার অধিকার রাখে।

এর আগে সোমবার সন্ধ্যায় এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল লরেট্ট লিঞ্চ, এফবিআইয়ের পরিচালক জেমস কমি ও প্রথমশ্রেণির আইনপ্রণেতাদের সুপারিশগুলো শোনেন।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৫, ২০১৬)