গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় বিশেষ অভিযানে বিএনপির ৩ কর্মীসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সদরসহ সাত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, গ্রেফতাররা নাশকতাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে দায়ের হওয়া মামলার আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৫, ২০১৬)