স্টাফ রিপোর্টার : খালেদা জিয়াকে কটূক্তি করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার নতুন ‘আবিষ্কার’ ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ শহীদ হয়নি। ‘মে ভুল গেয়া তো সাথ মাগার, তেরা পেয়ার নেহি ভুলে।’ তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।

রাজধানীর বাইতুল মোকাররম কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ ফটকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলার পাশাপাশি ওই হিন্দি গান গেয়েছেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার দুপুর পৌনে ৩টায় এ সমাবেশ শুরু হয়।

মতিয়া চৌধুরী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা পেয়েছি পদ্মাসেতু।

পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ের কথা উল্লেখ করে মতিয়া বলেন, আওয়ামী লীগ জিতেছে, জিতবে। সিটি কর্পোরেশনে জিতেছি। উপজেলা নির্বাচনে জিতেছি। পৌরসভা নির্বাচনেও জিতেছি। সামনে ইউপি নির্বাচনেও জিতবে আওয়ামী লীগ।

৫ জানুয়ারির নির্বাচন বানচালের চেষ্টা করে ছিলেন খালেদা জিয়া। কিন্তু তিনি সফল হননি। আমরা যখন গণতন্ত্রের বিজয় দিবস পালন করছি, উনি তখন বিলাপ দিবস পালন করছেন। উনাকে আর কখনো বিজয়ের মুখ দেখতে হবে না। যোগ করেন তিনি।

মতিয়া আরও বলেন, আপনি (খালেদা) শহীদদের অপমান করে ধৃষ্টতা দেখালেও এদেশের মানুষের মনে ওই শহীদরা আজীবন থাকবেন।

বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। কারণ তার শক্তি দেশের জনগণ বলেও উল্লেখ করেন তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু , যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য হাজী সেলিম।

এছাড়া আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জানুয়ারি ০৫, ২০১৬)