স্টাফ রিপোর্টার : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এ সময় জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

৫ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যার পর অভ্যন্তরীণ রুটের বিমান থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়। এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ছিল।

বিমানবন্দর সূত্র জানায়, চট্টগ্রাম থেকে এক ব্যক্তি রিজেন্ট এয়ার ওয়েজের (ফ্লাইট নম্বর আরএক্স ০৭৮৭) একটি বিমানে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে ওই ব্যক্তি নেমে এলে তাকে চ্যালেঞ্জ করেন গোয়েন্দারা (আগেই তথ্য ছিল)। তিনি প্রথমে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় গোয়েন্দারা তার জুতার ভেতর থেকে ৫ কেজি স্বর্ণ জব্দ করে।

গ্রেফতারকৃত ব্যক্তি অভ্যন্তরীণ স্বর্ণ পাচারকারি বলে শুল্ক গোয়েন্দা মহাপরিচালক মঈনুল হোসেন নিশ্চিত করেছেন।

মঈনুল হোসেন মুঠোফোনে বলেন, ধারণা করা হচ্ছে স্বর্ণগুলো ব্যাংকক থেকে এসেছে। গ্রেফতারকৃত জসিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্তের পরই বলা যাবে বলে তিনি মন্তব্য করেন। আটককৃত স্বর্ণের বাজারদর প্রায় ৫ কোটি টাকা।

(ওএস/অ/জানুয়ারি ০৫, ২০১৬)