স্টাফ রিপোর্টার : ‘জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল থাকাই প্রমাণ করে, যেসব রাজনীতিক তাকে মন্ত্রী বানিয়েছিলেন, তাদের গালে চপেটাঘাত দেওয়া হয়েছে।’

বুধবার সকালেসুপ্রিম কোর্টের আপিল বিভাগে রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ মন্তব্য করেন।

গণজাগরণ কর্মীদের নিয়ে শাহবাগে অবস্থান করে ইমরান বলেন, নিজামী শুধু যুদ্ধাপরাধীই নন, তিনি এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, দেশেকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছেন। সে কারণে নিজামীর অপরাধ রাষ্ট্রদ্রোহিতার শামিল।

‘এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো নিজামী বাংলাদেশের মন্ত্রী হয়ে যেধৃষ্টতা দেখিয়েছেন তার অবসান হলো।’

এ রায়ের মাধ্যমে দেশের মানুষ সন্তুষ্টি ও স্বস্তি পেয়েছে বলেও মনে করেন ইমরান এইচ সরকার।

পাকিস্তানের ১৯৫ যুদ্ধাপাধীর বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান আমাদের কূটনীতিকদের বহিষ্কার করার হুমকি দিয়ে ধৃষ্টতা দেখিয়েছে। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানের সব কূটনীতিককে বহিষ্কার করতে হবে।’

দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়ে ইমরাচ এইচ সরকার বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। অবিলম্বে তা কার্যকর করতে হবে।

একই সঙ্গে অন্য যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানান তিনি।

এদিকে আপিল বিভাগের রায় বহালের খবর ছড়িয়ে পড়লে শাহবাগে অবস্থানরতরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন।

পরে শাহবাগ থেকে একটি আনন্দ মিছিল বের করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

‍মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু করে চারুকলার সামনে থেকে ফিরে শাহবাগ মোড় হয়ে ফের জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।

(ওএস/এএস/জানুয়ারি ০৬, ২০১৬)