সিলেট প্রতিনিধি : সিলেটে বিশেষ অভিযানে আট নারীসহ ১৮ জনকে আটক করেছে মেট্টোপলিটন এলাকার দক্ষিণ সুরমা থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টা থেকে সোয়া ২টা পর্যন্ত মাদকের আস্তানা ও বিভিন্ন আবাসিক হোটেল থেকে বিভিন্ন অপরাধে এদের আটক করা হয়।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুছা এ তথ্য নিশ্চিত করে জানান, রাত আড়াইটায় আটক ব্যক্তিদের দক্ষিণ সুরমা থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

তিনি জানান, দক্ষিণ সুরমা এলাকার মাদকের হাট খ্যাত পুরাতন রেল স্টেশন এলাকার চান্দেরবাড়ি থেকে পাঁচজন, কদমতলী, ভার্তখলা, পুরাতন রেল স্টেশন, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন আবাসিক হোটেলে মদ-জুয়ার আসর থেকে ও অসামাজিক কার্মকাণ্ডের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়।

গত সোমবার সিলেট মেট্টোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। ওই দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন সামন্তকে জুয়া ও মাদকের হাট উচ্ছেদে ৭২ ঘণ্টা আলটিমেটাম দেন পুলিশ কমিশনার মিজানুর রহমান। তার এই নির্দেশ উপেক্ষিত হওয়ায় ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

(ওএস/এইচআর/মে ৩০, ২০১৪)