মাগুরা প্রতিনিধি : জেলার সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সৈয়দ এনামুল হক (৬৫) নামে এক গ্রামপুলিশ নিহত হয়েছেন।

উপজেলার পারনান্দুয়ালী এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

এনামুল হক শহরের পারনান্দুয়ালী গ্রামের মুন্সীপাড়ার বাসিন্দা।

মাগুরা সদর থানার এসআই আবু হেনা মিলন জানান, সকাল ৮টার দিকে পারনান্দুয়ালী এলাকায় সংবাদপত্রবাহী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান এনামুল হককে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত এনামুল কছুন্দি ইউনিয়নের গ্রামপুলিশের কাজ করতেন বলে তিনি জানান।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৬, ২০১৬)