পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জে পুষ্টি একাডেমীর নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহষ্পতিবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের পশ্চিমে ওই একাডেমীর কাজ শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)’ এর অবকাঠামো নির্মান ও কার্যক্রম শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় পীরগঞ্জে প্রায় ৫ একর জমির উপর একাডেমীটির স্থান নির্ধারন করা হয়। বারটান আঞ্চলিক কার্যালয়ের ৪ তলা বিশিষ্ট অফিস ভবন নির্মানে প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ‘মেসার্স জয় এন্ড মোঃ জাহিদুল ইসলাম’ নামের একটি প্রতিষ্ঠান কাজটি পেয়েছে। গত ২৭ অক্টোবর স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ডিজিটাল পদ্ধতিতে ওই একাডেমীর আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রদান করেন। গতকাল উল্লেখিত স্থানে অফিস ভবনের নির্মান কাজ শুরু করা হয়।

ঠিকাদারী প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী জাহিদুল ইসলাম বলেন- নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন করার চেষ্টা করবো। প্রাথমিকভাবে অফিস ভবনটি ২য় তলা বিশিষ্ট হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে এলজিইডির তত্ত্বাবধানে ২০১৭ সালের ২০ এপ্রিল কাজটি সম্পন্ন হবে বলে উপজেলা ইঞ্জিনিয়ার মজিবর রহমান জানান।

(জিকেবি/এএস/জানুয়ারি ০৭, ২০১৬)