বাগেরহাট প্রতিনিধি : শুক্রবার যশোরে থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তজার্তিক ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রচারাভিযানের অংশ হিসেবে বাগেরহাট শহরে র‌্যালী করেছে জেলা ফুটবল এ্যাসোসিয়েশন। ৪র্থ বারের মতো বাংলাদেশে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে সাধারন মানুষকে অবহিত করতে বাগেরহাট জেলা ফুটবল এ্যাসোসিয়েশন এই র‌্যালী-প্রচারাভিযান করেছে।

বাগেরহাট জেলা ফুটবল এ্যাসোসিয়েশন সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট স্টেডিয়াম থেকে কর্মকর্তা ও বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের সমন্বয়ে প্রচারাভিযানের র‌্যালীটি বাগেরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্টেডিয়ামে এসে শেষ হয়।

র‌্যালী শেষে স্টেডিয়ামের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা ফুটবল এ্যাসোসিয়েশন সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, ডিএসএ সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ, সরদার ওমর ফারুক, শেখ হায়দার আলী বাবু, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

(একে/এএস/জানুয়ারি ০৭, ২০১৬)