সিলেট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার কাকুনাকাই গ্রামের আবুল হোসেনের বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতরা ঘরের দরজা ভেঙে নগদ তিন লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ পাঁচলক্ষাধিক টাকার মালামাল লুট করে।

শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।

এদিকে ডাকাতির পর পালিয়ে যাওয়ার সময় রূপচেং গ্রাম থেকে তিন ডাকাতকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।

ওই গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক ডাকাতদের গোয়াইনঘাট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এসময় এক ডাকাতের কাছ থেকে লুণ্ঠিত তিন ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক ডাকাতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার অজুহাত গ্রামের আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদীন ওরফে জয়নাল ডাকাত (৩৮), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নয়াগাঁও গ্রামের সাঈম উদ্দিনের ছেলে সঞ্জীব আলী (৩৫), সিলেট নগরীর লামাবাজার এলাকার আকবর আলীর ছেলে সাজ্জাদ হোসেন কামাল (৩৪), সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা খরাপাড়া গ্রামের মৃত রইছ আলীর ছেলে কয়েছ আহমদ ও দিনাজপুর জেলার বিরল উপজেলার বুনিয়াদপুর গ্রামের চান মিয়ার ছেলে ও সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার বাসিন্দা সবুজ মিয়া (৩০)।

সিলেটের গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই পাঁচ ডাকাত আটকের সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতি সংগঠিত হওয়ার পর ডাকাতরা হাওর পেরিয়ে জৈন্তাপুর উপজেলা হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে, আটকের পর ডাকাতদের কাছ থেকে এক ভরি স্বর্ণ ও দু’টি রুপার চেইন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, লণ্ঠিত টাকা ও মালামাল গণধোলাই দেওয়ার সময় জনতার কেউ হয়তো নিয়ে গেছে।

(ওএস/এইচআর/মে ৩০, ২০১৪)