বাকৃবি প্রতিনিধি : ৮ম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি পূরণ ও সকল অসঙ্গতি দূরীকরণের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষকরা। বৃহস্পতিবার কৃষি অনুষদীয় করিডরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে শিক্ষকরা এ কর্মসূচী পালন করেন।

জানা গেছে, সকাল ১১টা থেকে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচী পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. খন্দকার শরীফুল ইসলামের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রফেসর ড. মনোরঞ্জন দাস, প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রফেসর ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দীন, প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ, প্রফেসর ড. আব্দুল্লাহ ইকবাল, প্রফেসর মো. সাইদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দাবি মানা না হলে আগামী ১১ তারিখ থেকে শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

(এসএস/পি/জানুয়ারি ০৭, ২০১৬)