স্টাফ রিপোর্টার : পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখার কোনো অর্থ নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশ সরকারের পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক, রাজনীতিক, দ্বিপাক্ষিক সম্পর্ক পুনমূল্যায়ন করা অত্যন্ত জরুরি।

দীর্ঘদিন পরও পাকিস্তান তাদের অপরাধের কথা অস্বীকার করায় তীব্র নিন্দা ও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান তিনি।

ঢাকায় বিশ্ববিদ্যালয় এলাকায় পাকিস্তান দূতাবাদের কোনো সভা সমাবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়ে তিনি বলেন, পাকিস্তানের কু-কীর্তির কথা দেশের তরুণ প্রজন্মকে জানাতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্বে করেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. এস এম আলী। এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুল্লাহ খান, অধ্যাপক ড. নীলিমা আক্তার, অধ্যাপক ড. জিয়া রহমান প্রমুখ।

(ওএস/এএস/জানুয়ারি ০৮, ২০১৬)