স্টাফ রিপোর্টার : ছুটির দিনে জমে উঠেছে ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার অষ্টম দিন শুক্রবার ছুটি থাকায় দর্শনার্থী ও ক্রেতাদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ।

বিক্রেতারা বলছেন, গত ১ জানুয়ারি শুক্রবার মেলা শুরু হলেও আজকে সাপ্তাহিক দ্বিতীয় শুক্রবার পড়েছে। ফলে অন্যান্য দিনের তুলনায় আজ দর্শনার্থী অনেক বেশি।

সকাল গড়িয়ে দুপুরের পর থেকে মেলায় দর্শনার্থী আসতে শুরু করে। বিকেলের দিকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মেলা প্রাঙ্গণ।

দর্শনার্থীরা জানায়, এতদিন সময় করতে না পারলেও আজ ছুটির দিন হওয়ায় মেলায় এসেছেন তারা।

মেলা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। স্টল-প্যাভিলিয়নগুলোতে ভিড় কিছুটা কম দেখা গেলেও প্রাঙ্গণ জুড়ে ছিল ক্রেতা-দর্শনার্থীদের পদচারণা। এ সময় বিক্রেতাদেরও ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

ওয়ালটনের প্যাভিলিয়নে গিয়ে দেখা যায়, প্যাভিলিয়নের প্রতিটি ফ্লোরে বিপুলসংখ্যক ক্রেতা-দর্শনার্থী। ক্রেতারা ওয়ালটনের পণ্য দেখছে। কেউ আবার পছন্দের পণ্যটি কিনছেন।

ওয়ালটনের প্যাভিলিয়ন ম্যানেজার আকরামুজ্জামান অপু বলেন, ‘অন্যান্য দিন মেলায় দর্শনার্থী কম থাকলেও ওয়ালটন প্যাভিলিয়নে ভিড় থাকে। আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বেড়েছে।’

মেলায় পরিবার নিয়ে ঘুরতে আসা মিরপুরের বাসিন্দা জালাল উদ্দীন বলেন, ‘এতদিন মেলায় আসার সুযোগ হয়নি। আজ ছুটির দিন হওয়ায় পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম। বাকী দিনগুলোতে সুযোগ পেলে আবারও আসব। মেলা ঘুরে বিভিন্ন পণ্য দেখছি। পছন্দ হলে কিনব।’

(ওএস/এইচআর/জানুয়ারি ০৮, ২০১৬)