স্টাফ রিপোর্টার : বাংলাদেশকে দেওয়া বিদ্যুতের মূল্য নির্ধারণী বৈঠকে যোগ দিতে ঢাকা এসেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী মানিক দে।

শুক্রবার বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে তার নেতৃত্বে বাংলাদেশে এসেছেন একটি প্রতিনিধিদল।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশকে দেওয়া ত্রিপুরার ১০০ মেগাওয়াট বিদ্যুতের মূল্য নির্ধারণ করতে শনিবার ঢাকায় ত্রি-পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

এ বৈঠকে যোগ দিতে শুক্রবার বিকেলে বাংলাদেশে এসেছেন মানিক দে।

এ সময় মহকুমা শাসক মানিক লাল দাস, এস ডি পিও রাজেন্দ্র দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

আর বাংলাদেশ সীমায় মন্ত্রী মানিক দে, বিদ্যুৎ দফতরের প্রধান সচিব এস কে রাকেশসহ ৪ সদস্যের প্রতিনিধি দলকে স্বাগতম জানান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৮, ২০১৬)