গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হচ্ছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে এ ধাপের আখেরি মোনাজাত। এদিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম।

তিনি শনিবার দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের পাশে স্থাপিত জেলা প্রশাসকের সমন্বয় কক্ষের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিশ্ব ইজতেমার স্থানীয় মুরুব্বীদের সঙ্গে কথা বলে ওই সময় জানতে পেরেছেন বলে জানান জেলা প্রশাসক।

এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ইজতেমা ময়দানের জেলা প্রশাসকের সমন্বয় কক্ষে বসে আখেরি মোনাজাতে অংশ নিবেন।

ঢাকা রেঞ্জের ডিআইজির সংবাদ সম্মেলন :
বিশ্ব ইজতেমার নিরাপত্তার বিষয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন, ‘ইজতেমা ময়দানে যাতে কোনো ধরনের নাশকতা কেউ করতে না পারে সেজন্য এবারের ইজতেমা ময়দানে আরো বেশী সতর্ক অবস্থা নেওয়া হয়েছে। নাশকতার বিষয়গুলো বিবেচনায় রেখে এবার বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।’

আজ শনিবার দুপুরে ইজতেমা ময়দানের মিডিয়া সেলের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৯, ২০১৬)