ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে বিকাশ এজেন্টের কাছ থেকে নগদ ১৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিকাশ এজেন্ট হাজী রফিকুল ইসলাম শনিবার দুপুরে সিএনজি চালিত অটোরিকশা করে গফরগাঁও থেকে পাগলা যাওয়ার পথে মশাখালী নামক স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সিএনজি চালক সুমনকে আটক করেছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৯, ২০১৬)