ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় ভুমি মন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শরীফ রানার (৪০) প্রাণহানি ঘটেছে। এসময় তাঁর সাথে থাকা স্ত্রী নাজনীন সুলতানা সীমাসহ আরো তিনজন আহত হয়েছেন। শনিবার ভোরে চিকিৎসার জন্য ঈশ্বরদী হতে ঢাকা যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতুতে একাধিক গাড়ির সংঘর্ষে শরীফ রানা আহত হন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, ঢাকা-টঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রাত হতে ভোর অবধি পৃথক আটটি দুর্ঘটনায় ভূমি মন্ত্রীর ছেলেসহ সাত জন নিহত হয়েছে। এতে আরো ২০ জন আহত হয়। সকাল আটটার দিকে সেতুর ৪২ নম্বর পিলারের কাছে পর পর কয়েকটি গাড়ি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শরীফ রানাকে বহনকারী গাড়িটিও দুর্ঘটনার কবলে পড়ে। এসময় ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ঈশ্বরদীতে অবস্থান করছিলেন। শরীফ রানার মারা যাওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঈশ্বরদীতে শোকের ছায়া নেমে আসে। দলের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার হাজার হাজার মানুষ তাঁর বাড়িতে সমাবেত হয়ে শোক প্রকাশ করে। এমনিতেই মন্ত্রী পত্নী কামরুন্নাহার শরীফ অসুস্থ। ছেলের অকালে প্রাণহানির খবর শুনে তিনি মূর্হমূহ সংঞ্জাহীন হয়ে পড়েন।

(এসকেকে/এইচআর/জানুয়ারি ০৯, ২০১৬)