স্টাফ রিপোর্টার : পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র পরিকল্পনায় তারেক রহমান বিদেশে বসে বঙ্গবন্ধু সম্পর্কে একের পর এক অবমাননাকর মন্তব্য করে যাচ্ছেন।

এসব মন্তব্য করার জন্য আইএসআই তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এসব কথা বলেছেন।

শুক্রবার সকালে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতির জনকের ৯৪তম জন্মদিন এবং ২১তম জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান।

খাদ্যমন্ত্রী গণমাধ্যমের সমালোচনা করে বলেন, একজন অর্বাচীন, ফেরার বেয়াদব, আসামির বক্তব্য আপনারা কীভাবে প্রচার করেন? কোন দায়িত্বে আপনারা তা প্রচার করেন? আজ দেশে যে তথ্য সন্ত্রাস হচ্ছে তার উপর নিষেধাজ্ঞা জারি করলে বলবেন সরকার মিডিয়ার কণ্ঠরোধ করছে।

এ ধরনের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আসতে পারে বলেও বক্তব্যে আভাস দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বিএনপির জনভিত্তি নেই মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। দেশে তাদের জনভিত্তি নেই। তারা আজ বিপন্ন হতে চলেছে। মানুষ তাদের ঘৃণা করে। তাই বিএনপি যতই আন্দোলনের কথা বলুক না কেন, জনগণকে তারা সে আন্দোলনে সম্পৃক্ত করতে পারবে না।

জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্যদিয়ে বেলা ১১টায় শুরু হয় অনুষ্ঠান। এরপর অতিথিদের ব্যাচ পারয়ে দেন সংগঠনের শিশু কিশোর কর্মীরা। অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

(ওএস/এটিআর/মে ৩০, ২০১৪)